Chaira Gelam Matir Prithibi Lyrics by Obscure. ছাইড়া গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই
Short Story (Chaira Gelam Matir Prithibi Lyrics)
Chaira Gelam Matir Prithibi Song Is Sung by Obscure Band. Music Produced by Obscure. And Chaira Gelam Matir Prithibi Lyrics Written by Obscure.
Song Credits (Chaira Gelam Matir Prithibi Lyrics)
- Song Name: Chaira Gelam Matir Prithibi
- Artist/Singer: Obscure
- Album Name: Unplugged
- Lyricist Name: N/A
- Released On: N/A
- Song Length: 04 Min. 49 Sec.
Chaira Gelam Matir Prithibi Lyrics
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই,
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।
-------------------
রক্তে আমার মিইশা ছিল সুরের ছোয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়া।
আশায় আশায় কাটলো জীবন ভর
পার হই নাই তবু সুর সাগর
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!
-------------------
কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায়
কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়।
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাংলো কেন সুরেরই স্বপন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!
-------------------
সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে।
আমায় মনে রাইখো চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলীন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!
জীবন খেলায় হারাইলাম সবই,
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।
-------------------
রক্তে আমার মিইশা ছিল সুরের ছোয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়া।
আশায় আশায় কাটলো জীবন ভর
পার হই নাই তবু সুর সাগর
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!
-------------------
কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায়
কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়।
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাংলো কেন সুরেরই স্বপন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!
-------------------
সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে।
আমায় মনে রাইখো চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলীন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!
Audio & Video (Chaira Gelam Matir Prithibi Lyrics)
If You Liked Chaira Gelam Matir Prithibi Lyrics, please share with your friends.
-------- Thank You-----------
Tags: Chaira Gelam Matir Prithibi Lyrics, Chaira Gelam Matir Prithibi Lyrics song download, Chaira Gelam Matir Prithibi Lyrics Song Video, Chaira Gelam Matir Prithibi Lyrics By Arijit.