Debi Lyrics by Adnan Ashif. Ei Rastagulo Lage Ochena. এই রাস্তা গুলো লাগে বড় অচেনা, আকাশটার সাথে নেই জানাশোনা।
Short Story (Debi Lyrics)
A musical fairy tale by THE TEAM ADNAN. Debi is one of the popular song sung by adnan ashif back in 2016. Debi lyrics is different from usual bengali songs.
Song Credits (Debi Lyrics)
- Song Name: Debi
- Artist/Singer: Adnan Ashif
- Album Name: Single
- Lyricist Name: Adnan Ashif
- Released On: 2016
- Song Length: 04 Min. 34 Sec.
Debi Lyrics
এই রাস্তা গুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশোনা.
-------------------
এই রাস্তা গুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশোনা..
-------------------
আমি তোর প্রেমেতে অন্ধ
ছিল চোখ কান সব বন্ধ
থেমে গেছে জীবনের লেনাদেনা
সেই পুরনো রাস্তাটায়
আজ একা হেটে যাই
হচ্ছেনা হিসেবের বনিবনা.
-------------------
এখন এমনি করে ভালো
কেমনি করে বাসি
অন্যকোন পাখি কে
তার চেয়ে ভালো ছিল
তুই নিজ হাতে "খুন" করে যেতিস....আমাকে !!!
-------------------
এই দুপুর রোদের ভীড়ে
একটু খিদে পেলে
তোর নাম্বারটায় ফোন তো আর ঢোকে না..
তুইতো জানিস ঠিক
তুই ছাড়া আমার
মুখে অমৃতটাও একা রোচেনা...
-------------------
মাঝরাতে তোর SMS এর Tone
আমার গভীর ঘুমটাকে আর ভাঙ্গায় না.....
ব্যস্ত নগরে..
আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না....
-------------------
এখন এমনি সব যন্ত্রনা
কেমনি করে বলি
অন্য কোন সাথী কে
তার চেয়ে ভালো ছিল
তুই নিজ হাতে খুন করে যেতিস..........!!!
-------------------
কতোনা ভালো হতো তুই আসতি যদি ফিরে
স্বপ্ন দিয়ে মোড়া এই ভালোবাসার নীড়ে
আজীবন হয়ে রইতাম আমি তোর কৃতদাস
ইহকালটাই করে দিতাম তোর জান্নাতে বসবাস.....
-------------------
এখন এমনি করে "পূজো"
কেমনি করে দেবো.....!
অন্য কোন "দেবী" কে....
তার চেয়ে ভালো ছিল
তুই নিজ হাতে "খুন" করে যেতিস .........আমাকে!!!
আকাশটার সাথে নেই জানাশোনা.
-------------------
এই রাস্তা গুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশোনা..
-------------------
আমি তোর প্রেমেতে অন্ধ
ছিল চোখ কান সব বন্ধ
থেমে গেছে জীবনের লেনাদেনা
সেই পুরনো রাস্তাটায়
আজ একা হেটে যাই
হচ্ছেনা হিসেবের বনিবনা.
-------------------
এখন এমনি করে ভালো
কেমনি করে বাসি
অন্যকোন পাখি কে
তার চেয়ে ভালো ছিল
তুই নিজ হাতে "খুন" করে যেতিস....আমাকে !!!
-------------------
এই দুপুর রোদের ভীড়ে
একটু খিদে পেলে
তোর নাম্বারটায় ফোন তো আর ঢোকে না..
তুইতো জানিস ঠিক
তুই ছাড়া আমার
মুখে অমৃতটাও একা রোচেনা...
-------------------
মাঝরাতে তোর SMS এর Tone
আমার গভীর ঘুমটাকে আর ভাঙ্গায় না.....
ব্যস্ত নগরে..
আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না....
-------------------
এখন এমনি সব যন্ত্রনা
কেমনি করে বলি
অন্য কোন সাথী কে
তার চেয়ে ভালো ছিল
তুই নিজ হাতে খুন করে যেতিস..........!!!
-------------------
কতোনা ভালো হতো তুই আসতি যদি ফিরে
স্বপ্ন দিয়ে মোড়া এই ভালোবাসার নীড়ে
আজীবন হয়ে রইতাম আমি তোর কৃতদাস
ইহকালটাই করে দিতাম তোর জান্নাতে বসবাস.....
-------------------
এখন এমনি করে "পূজো"
কেমনি করে দেবো.....!
অন্য কোন "দেবী" কে....
তার চেয়ে ভালো ছিল
তুই নিজ হাতে "খুন" করে যেতিস .........আমাকে!!!
Audio & Video (Debi Lyrics)
If You Liked Debi Lyrics, please share with your friends.
-------- Thank You-----------
Tags: Debi Lyrics, Debi Lyrics song download, Debi Lyrics Song Video, Debi Lyrics By Adnan.