Ei Bristi Veja Raate Lyrics from Artcell. Ei Bristi Veja Raate, Tumi Nei Bole, Shomoy Amar Katena. Chaad Keno Alo Dey Na.
Short Story (Ei Bristi Veja Raate Lyrics)
Ei Bristi Veja Raate Song Is Sung by Artcell Band. Music Produced by Artcell. And Ei Bristi Veja Raate Lyrics Written by Artcell.
Song Credits (Ei Bristi Veja Raate Lyrics)
- Song Name: Ei Bristi Veja Raate
- Artist/Singer: George Lincoln D'Costa
- Album Name: Single
- Lyricist Name: Artcell
- Released On: 2017
- Song Length: 05 Min. 47 Sec.
Ei Bristi Veja Raate Lyrics
এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে,
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না,
পাখি কেন গান গায় না,
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা? [x2]
-------------------
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়
এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
কাসফুল কেনো ফোটেনা
ছুঁয়ে ছুঁয়ে যায়না,
মেঘের ভেলায় ভাসে না
ভেসে তুমি কেন আসোনা।
-------------------
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়।
হৃদয়ের যত অনুভুতি আছে,
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়।
এই বসন্তের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
ফুলগুলো কেন হাসেনা,
হৃদয় দোলা দেয়না,
আবেশে তে জড়ায় না
তুমি কেন কাছে আসোনা।
-------------------
এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না
পাখি কেন গান গায় না
-------------------
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা?
তুমি নেই বলে,
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না,
পাখি কেন গান গায় না,
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা? [x2]
-------------------
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়
এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
কাসফুল কেনো ফোটেনা
ছুঁয়ে ছুঁয়ে যায়না,
মেঘের ভেলায় ভাসে না
ভেসে তুমি কেন আসোনা।
-------------------
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়।
হৃদয়ের যত অনুভুতি আছে,
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়।
এই বসন্তের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
ফুলগুলো কেন হাসেনা,
হৃদয় দোলা দেয়না,
আবেশে তে জড়ায় না
তুমি কেন কাছে আসোনা।
-------------------
এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না
পাখি কেন গান গায় না
-------------------
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা?
Audio & Video (Ei Bristi Veja Raate Lyrics)
If You Liked Ei Bristi Veja Raate Lyrics, please share with your friends.
-------- Thank You-----------
Tags: Ei Bristi Veja Raate Lyrics,Ei Bristi Veja Raate Lyrics song download, Ei Bristi Veja Raate Lyrics Song Video, Ei Bristi Veja Raate Lyrics By Artcell.