Bulbuli Lyrics – (বুলবুলি) Coke Studio Bangla Song. Bagichay bulbuli tui. বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে, দিসনে আজই দোল।
It’s a fusion of Nazrul Sangeet and a classical song. Bulbuli was created by Bangladeshi National Poet – Kazi Nazrul Islam. He was famous for his strong voices through his poetries. This Ghazal song is fusioned with another amazing song “Dol Dol Dol Diyechi”.
These beautiful lyrics were written by Poet Kazi Nazrul Islam (Bulbuli) & Syed Gousul Alam Shaon (Dol Dol). Music was composed by Shuvendu Das Shuvo.
Well, If you need these awesome fusion song lyrics, we are here to provide the correct lyrics here. Find Bulbuli Lyrics below. You can listen to the song here as well.
Song Credits
Singer | Rituraj Baidya & Sanzida Nandita |
Lyricist | Kazi Nazrul Islam & Syed Gousul Alam Shaon |
Music | Shuvendu Das Shuvo |
Release Year | 2022 |
Bulbuli Lyrics
বাগিচায় বুলবুলি তুই
ফুল শাখাতে, দিসনে আজই দোল।
আজো তার
ফুল কলিদের ঘুম টুটেনি,
তন্দ্রাতে বিলোল।
বাগিচায় বুলবুলি তুই
ফুল শাখাতে, দিসনে আজই দোল।
আজো তার
ফুল কলিদের ঘুম টুটেনি,
তন্দ্রাতে বিলোল।
আজো হায়, রিক্ত শাখায়
উত্তরী বায়, ঝুরছে নিশিদিন। (2)
আসেনি, দখনে হাওয়া
গজল গাওয়া, মৌমাছি বিভোল। (2)
বাগিচায় বুলবুলি তুই
ফুল শাখাতে, দিসনে আজই দোল।
কবে সে ফুল কুমারী
ঘোমটা চিরি আসবে বাহিরে? (2)
শিশিরের
স্পর্শসুখে ভাঙবে রে ঘুম,
রাঙবে রে কপোল। (2)
বাগিচায় বুলবুলি তুই
ফুল শাখাতে, দিসনে আজই দোল।
দোল, দোল, দোল দিয়েছি
ঘুম ভেঙেছে কই?
ফাগুন এসে ডাক দিয়ে যায়
ওঠ লো এবার সই।
দোল, দোল, দোল দিয়েছি
ঘুম ভেঙেছে কই?
ফাগুন এসে ডাক দিয়ে যায়
ওঠ লো এবার সই।
ভাঙাবোই ঘুম তোর
আশাতে নেশাতে না জেগে জেগে রই,
দখিনা এলো ওই
অলিরা পাখিরা তোমারই প্রেমেতে রই।
ওঠ, ওঠ, ওঠ লো রে সই
ফাগুন এলো ওই,
দখিন হাওয়া ডাক দিয়ে যায়
মনের মানুষ কই?
ওঠ, ওঠ, ওঠ লো রে সই
ফাগুন এলো ওই,
দখিন হাওয়া ডাক দিয়ে যায়
মনের মানুষ কই?
You might like: Lilabali Lyrics – Coke Tudio Bangla
Bulbuli Video Song
If you are waiting to listen to the “Bulbuli” song kindly click below to watch the video
If you like Bulbuli song, please share it with your friends and family. Please comment below if you have liked the arrangement of the song.