Ei Obelay Lyrics By Shironamhin (এই অবেলায়). Ei obelay, tomari akashe, nirob aposhe veshe jay. এই অবেলায়, তোমারি আকাশে, নিরব আপোষে ভেসে যায়।
It’s a hot romantic movie song that was beautifully sung by Sheikh Ishtiaque.
These beautiful lyrics were written by Ziaur Rahman. Music was composed by Kazi Ahmad Shafin. This song was released in 2012. This song will make you feel the distance from your loved one.
Well, If you need these awesome hot romantic song lyrics, we are here to provide the correct lyrics here. Find Ei Obelay Lyrics below. You can listen to the song here as well.
Song Credits
Singer | Sheikh Ishtiaque |
Lyricist | Ziaur Rahman |
Music | Kazi Ahmad Shafin |
Release Year | 2012 |
Ei Obelay Lyrics
এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।সেই কবেকার
ভায়োলিন,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।
ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।
You might like: Tumi Bhalo Theko Lyrics By Rishi panda
Ei Obelay Video Song
If you are waiting to listen to the “Ei Obelay” song kindly click below to watch the video
If you like Ei Obelay song, please share it with your friends and family. Please comment below if you have liked the most adorable actors and this song.
ধন্যবাদ আমার খুব ভালো লাগে –